ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বৃষ্টি বাধায় উদ্বোধনী ম্যাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:২৮, ১৩ সেপ্টেম্বর ২০১৯

আর কয়েক ঘন্টা পর মাঠে গড়ার কথা রয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। 

তবে চট্টগ্রামের আবহাওয়া অফিস যা বলছে, তাতে বৃষ্টিতে পণ্ড হয়ে যেতে পারে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি। 

এদিন সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের আলোর দেখা মেলেনি। ফলে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। 

এদিকে মাঠের লড়াইয়ের আগে হুংকার দিয়ে রেখেছেন দু'দলেরই অধিনায়ক। অতীত পরিসংখ্যান-রেকর্ড বলছে, লড়াইটা হবে সমানে সমান। তবে দুই দলেরই জয়ের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

তবে আশার কথা হলো, সন্ধ্যা ৭টার পর বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে। স্বভাবতই রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এমনটা হলে খেলা গড়াবে। কিন্তু কয়টা নাগাদ ম্যাচ শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আবার আবহাওয়ার বিভিন্ন ওয়েবসাইট বলছে, খেলা শুরু হলেও বৃষ্টি হানা দিতে পারে। তবে ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই। 

আই/এনএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি