ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মাঠ ভেজা, টসে বিলম্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৯:০৫, ১৩ সেপ্টেম্বর ২০১৯

সকাল থেকে বৃষ্টির কারণে মাঠ এখনও ভেজা। যে কারণে টস হতে দেরি হচ্ছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী এ ম্যাচ স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
 
মাঠ ভেজা থাকায় চলছে শুকানোর কাজ। ফলে টস হতে খানিকটা দেরি হচ্ছে। আম্পায়াররা সন্ধ্যা ৭টায় ফের মাঠ পরিদর্শন করবেন বলেই জানা গেছে। 

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। টস হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে মাঠ এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় টস হয়নি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সারাদিনই ঢাকায় কখনও গুঁড়িগুঁড়ি, কখনও মুষলধারে বৃষ্টি ঝরেছে। আপাতত বৃষ্টি বন্ধ। তবে মিরপুরের মাঠ অনেকটাই ভেজা রয়ে গেছে। মাঠ শুকানোর জন্য কাজ করে যাচ্ছেন গ্রাউন্ডসম্যানরা।

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি