ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের সামনে আজ শক্তিশালী উজবেকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:১১, ১৪ সেপ্টেম্বর ২০১৯

এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ শনিবার শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী হকি দল। সিঙ্গাপুরের সেংক্যাং হকি স্টেডিয়ামে মুখোমুখী হবে দু’দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

গতকাল শুক্রবার কোনো খেলা না থাকলেও অনেকটা সময় ধরে অনুশীল করেছে মেয়েরা। আজকের প্রতিপক্ষ উজবেকিস্তান সম্পর্কে ধারণা নেই তাদের। তবে খেলে আসা তিনটি ম্যাচের যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগাতে চায় বাংলাদেশ।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে, দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ঐতিহাসিক জয় দিয়ে খেলায় ফেরে বাংলাদেশ। সে ম্যাচে লঙ্কান নারীদের ২-০ গোলে হারিয়ে প্রথম বারের মত আন্তর্জাতিক প্রতিযোগীতায় জয়ের স্বাদ পায় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশি নারীরা। যদিও তৃতীয় ম্যাচে হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে কিছু ব্যাকফুটে তারা।

তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারিকুজ্জামানের শিষ্যরা।  আগের ম্যাচের  ভুলগুলো শুধরে এ ম্যাচে জয় পেতে চায় মেয়েরা। 

ছয় দলের এই প্রতিযোগীতায় বাংলাদেশের পাশাপাশি খেলছে স্বাগতিক সিঙ্গাপুর, হংকং, শ্রীলংকা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে আগামী ২০২০ সালে অনুষ্ঠিতব্য ওমেন্স জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ।

ফলে জুনিয়র এশিয়া কাপের টিকিট পেতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশি নারীদের। কেননা, আগের তিন ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়ায় পয়েন্ট তালিকার অনেকটা নিচে তারা। ফলে, আজকের ম্যাচে জয়ের বিকল্প কিছু দেখছেনা তারিন ও ফরিদারা। শেষ ম্যাচে আগামীকাল রোববার চাইনিজ তাইপের মোকাবেলা করবে বাংলাদেশ।

আই/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি