ফাইনাল হচ্ছে ৫ ওভারের ম্যাচ!
প্রকাশিত : ২০:২৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২০:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০১৯
ভারী বর্ষণ না হলেও মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হয়নি নির্ধারিত সময়ে। ভারী কভারে ঢাকা পিচ কারণ, আশপাশের এলাকায় প্রায় ঘণ্টাখানেক ধরেই ঝরছে ইলশে গুঁড়ি বৃষ্টি। তবে বৃষ্টি থেমে যাওয়ায় এখন চলছে মাঠ প্রস্তুতের কাজ। যাতে টসের পরবর্তী সময় নির্ধারিত হয়েছে সাড়ে ৯টা।
এদিকে বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরুর কথা থাকলেও সেটা হয়নি। তবে রাত আটটার দিকে বৃষ্টি থামায় আশাবাদী হয়ে উঠেছেন সংশ্লিষ্টরা। সাড়ে ৯টা নাগাদ যদি মাঠ খেলার উপযোগী হয়, তাহলে ফাইনাল এ ম্যাচটি গড়াতে যাচ্ছে ৫ ওভারে। এমনাটাই জানিছেন ম্যাচ অফিসিয়ালরা।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ আর জিম্বাবুয়ের প্রথম ম্যাচেও ঠিক প্রায় একই অবস্থা হয়েছিল। সেদিনও বৃষ্টি ভুগিয়েছিল। পরে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে খেলা শুরু হয়। ২০ ওভারের সেই ম্যাচটি ২ ওভার কমে ১৮ ওভারে ছোট হয়েছিল।
আজও রয়েছে সেরকম সম্ভাবনা। আয়োজক-ব্যবস্থাপক এবং খেলা পরিচালনার দায়িত্বে থাকা সবাই কায়মনে চাচ্ছেন, যাতে অন্তত ৫ ওভার করে খেলা হয়। বিসিবির অফিসিয়াল স্কোরার হাবিবউল্লাহ জানিয়েছেন, যখনই খেলা শুরু হোক, আর যে কয় ওভারের ম্যাচই হোক না কেন। রাত ১০টা ৪০ মিনিট হলো খেলা শেষ করার সর্বশেষ সময়।
এখন ৫ ওভার করে হলেও মোট ৫৪ মিনিট খেলার সময় দরকার। তাই ধরে নেয়া হচ্ছে, যে করেই হোক অন্তত ৫ ওভার করে হলেও রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করতেই হবে।
সেক্ষেত্রে তার ১০ মিনিট আগে হবে টস। অর্থাৎ রাত ৯টার মধ্যে শেষবারের মতো মাঠ ও পিচ পরিদর্শন শেষে খেলা শুরুর সময় নির্ধারণ করবেন ম্যাচ অফিসিয়ালরা।
এনএস/