ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দাবায় এবারও চ্যাম্পিয়ন রানী হামিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২৯ সেপ্টেম্বর ২০১৯

৩৯তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন রানী হামিদ। জাতীয় নারী দাবায় এটি তার ২০তম শিরোপা।

শেষ পর্বের খেলায় বাংলাদেশ আনসারের এই আন্তর্জাতিক নারী মাস্টার পরাজিত করেন মানিকগঞ্জের নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে। মোট ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়েছেন ৭৬ বছর বয়সী রানী।

প্রতিযোগিতায় আট পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছেন জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির আন্তর্জাতিক নারী মাস্টার শারমীন সুলতানা শিরিন। সাত পয়েন্ট করে নিয়ে টাই-ব্রেকিং পদ্ধতিতে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আহমেদ ওয়ালিজা তৃতীয় ও নজারানা খান ইভা হয়েছেন চতুর্থ।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ঢাকাসহ দেশের অন্যান্য জেলার ৫৮ জন খলোয়াড় অংশ নেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি