শুভ জন্মদিন লিটন দাস
প্রকাশিত : ১০:১৬, ১৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:১৮, ১৩ অক্টোবর ২০১৯
বাংলাদেশ দলের সম্ভাবনাময় ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের জন্মদিন আজ। ১৯৯৪ সালের আজকের এইদিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন উদীয়মান এ ক্রিকেটার। তার ক্রিকেট জীবন শুরু হয় জন্মস্থানেই।
বর্তমান দিনাজপুর জেলা ক্রিকেট টিমের কোচ আবু সামাদ মিঠুর হাত ধরেই ক্রিকেটের পথ চলা শুরু হয় লিটন দাসের। তার প্রিয় ক্রিকেটার অস্ট্রেলিয়ান ২০১৫ বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। এছাড়াও একজন উইকেটরক্ষক হিসেবে অনুসরণ করতেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচারকেও।
১৭ অক্টোবর, ২০১১ তারিখে ঢাকা বিভাগের বিপক্ষে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ২০১৪-১৫ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৫ ইনিংসে ১১৩৬ রান সংগ্রহ করেন তিনি।
২০১৯ সালের এপ্রিলে যখন বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয় তখন সেখানে লিটন দাসের নামও ছিল। ১৭ জুন ২০১৯ টানটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপে তার অভিষেক হয়। তিনিই কোন বাংলাদেশী ক্রিকেটার যিনি অভিষেক খেলায় হ্যাট্রিক বাউন্ডারীর রেকর্ড করেন। পঞ্চম উইকেটে খেলতে নেমে লিটন ৯৪ রানে অপরাজিত ছিলেন এবং বাংলাদেশ দল ৭ উইকেটের বিশাল জয় পায়।
লিটন ২০১৯ সালের জুলাই মাসে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতকে বিবাহ করেন।
এসএ/