ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশের কিশোরীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ১৪ অক্টোবর ২০১৯

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের সঙ্গে ড্র করেছে লাল-সবুজের মেয়েরা। অবশ্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কারণ ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গেছে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যদের।  

রোববার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ১-১ ব্যবধানে ড্র হয়েছে ম্যাচটি। ম্যাচের ২৪তম মিনিটে আমিশার গোলে এগিয়ে যায় ভারত। তবে এর দুই মিনিট পরেই বাংলাদেশকে সমতায় ফেরায় স্বপ্না রানি।

নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে দারুণ শুরু ছিল লাল-সবুজদের। আর দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারায় তারা।

চার দলের এই টুর্নামেন্টে সমান ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। দুই দলই প্রাথমিক পর্বে জয় পেয়েছে ২ ম্যাচে। ড্র করেছে ১ ম্যাচ। আগামীকাল মঙ্গলবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে দু’দল।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি