ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এল ক্লাসিকো

লা লিগার প্রস্তাব প্রত্যাখ্যান করল রিয়াল-বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:০৫, ১৭ অক্টোবর ২০১৯

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ন্যু ক্যাম্পে আগামী ২৬ অক্টোবর রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেওয়ার কথা বার্সেলোনার। কিন্তু স্বাধীনতা ইস্যুতে বার্সেলোনায় চলমান বিক্ষোভের কারণে নিরাপত্তা শঙ্কায় স্পেনের শীর্ষ দুই ক্লাবের ম্যাচটি।

কাতালোনিয়া নিয়ে উত্তপ্ত প্রতিবাদ মুখর এই পরিস্থিতিতে এল ক্লাসিকো বার্সেলোনা থেকে সরিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নেওয়ার অনুরোধ করেছে লা লিগা কর্তৃপক্ষ। টুর্নামেন্ট কমিটির এই অনুরোধ যথাযথ হলেও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, উভয় ক্লাবই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে৷

বর্তমান পরিস্থিতিতে কাতালোনিয়ার স্বাধীনতা নিয়ে লাগাতার প্রতিবাদ চলছে বার্সেলোনার রাজপথ থেকে প্রশাসনিক কার্যালয় পর্যন্ত প্রায় সর্বত্রই৷ ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে স্বাধীনতাকামী ৯ নেতাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চলটি।

ফলে ইতিমধ্যেই আগামী শনিবার বার্সেলোনায় অবরোধ ডাকা নিয়ে এইবারের সঙ্গে মেসিদের ম্যাচ আয়োজন নিয়ে রীতিমতো সমস্যায় রয়েছে টুর্নামেন্ট কমিটি৷ তার উপর এল ক্লাসিকোর দিন কাতালোনিয়ার স্বাধীনতাকামীরা গণআন্দোলনের ডাক দিয়েছে৷ স্বাভাবিকভাবেই ওই দিন সুষ্ঠভাবে এল ক্লাসিকোর মতো বড় ম্যাচ আয়োজন নিয়ে সংশয়ে রয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা৷


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি