ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৪ বছর প্রেমের পর বান্ধবীকেই বিয়ে করলেন নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নাদালের প্রেমের খবর অনেক পুরনো। ছোট বোনের বান্ধবীর সঙ্গে ১৪টি বছর প্রেম করে কাটিয়ে দিয়েছেন তিনি। সেই বান্ধবী সিসকা পেরেলোকে অবশেষে স্ত্রীর মর্যাদা দিলেন এই স্প্যানিশ টেনিস তারকা।

 

১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল শনিবার মায়োরকায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে ৩৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। এই অতিথি তালিকায় ছিলেন স্পেনের রাজা জুয়ান কার্লোসও।

৩৩ বছর বয়সি নাদাল বিয়ে করলেন ৩১ বছর বয়সী পেরেলাকে। যদিও ছোট বোন মারিবেলের সূত্রে পরিচয় ঘটেছিল পেরেলার সঙ্গে। তাও ১৪টি বছর আগে। সেই থেকে ছোটবোনের বান্ধবীর সঙ্গে প্রেম করে আসছিলেন নাদাল। ১৪ বছরের এই অমর প্রেমকে অবশেষে বিয়ের মর্যাদা দেওয়া হলো।

কবজিতে চোট পেয়ে এই মুহূর্তে কোর্টের বাইরে রয়েছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাদাল। চোটের কারণে লেভার কাপে খেলেননি এবং সাংহাই মাস্টার্স থেকেও নাম প্রত্যাহার করে নেন।

এই বিয়েতে নাদালের দীর্ঘদিনের ঘনিষ্ঠতম বন্ধু রজার ফেদেরার উপস্থিত ছিলেন না।

এএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি