জয়-পরাজয়ে প্রস্তুতি সারলেন মুশফিক-রিয়াদরা
প্রকাশিত : ২২:১৮, ২৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ২২:২৪, ২৮ অক্টোবর ২০১৯
বিসিবি লাল দল
প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঠিকই জয় তুলে নিলো বাংলাদেশ টি-টোয়েন্টি জাতীয় দল। সোমবার (২৮ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সবুজ দলকে ১১ রানে হারিয়েছে মাহমুদুল্লাহ-মুশফিকের লাল দল। এর ফলে জয়-পরাজয়ের মিশ্র অভিজ্ঞতা নিয়েই ভারত সফরের প্রস্তুতি সেরে নিল টাইগাররা।
এর আগে রোববার (২৭ অক্টোবর) প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত সফরের টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে গড়া লাল দল ৫০ রানের বড় ব্যবধানে হেরে যায় সবুজ দলের কাছে। সবুজ দলের ১৪৩ রানের জবাবে ৯৩ রানে গুটিয়ে যান সৌম্য-মুশফিক-রিয়াদরা।
তবে সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লাল দলের পারফরম্যান্স ছিল আশা জাগানিয়া। প্রথমে ব্যাট করে ১৪১ রান জড়ো করে বিসিবি লাল দল। মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধ-শতক পার হওয়া দারুণ ইনিংসে ভর করেই এই লড়াকু পূঁজি পায় লাল দল। যাতে সবুজ দলের লক্ষ্য দাঁড়ায় ১৪২ রান।
জবাবে ব্যাট করতে নেমে সবুজ দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে সবুজ দল। ফলে মুশফিকদের লাল দল পায় ১১ রানের জয়।
এদিন নামি ও তারকা উইলোবাজদের চরম ব্যাটিং ব্যর্থতার মাঝে একাই আলো ছড়িয়েছেন লাল দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন (২), সৌম্য (৫) ও মুশফিক (৪)- তিন টপ অর্ডারেরর কেউ দুই অংকে পৌঁছাতে না পারলে একাই লড়েছেন রিয়াদ।
৩৭ বলে পঞ্চাশে পা রাখা রিয়াদের ব্যাট থেকে আসে ৮১ রানের এক দারুণ ইনিংস। ওই রান করতে হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি আর দুই ছক্কা। অর্থাৎ ৪৪ রান করেছেন না দৌড়ে, চার ও ছক্কা হাঁকিয়ে।
সবুজ দলে পেসার ইবাদতের বোলিং তোপের (৩/৩১) মুখে রিয়াদ ছাড়া লাল দলের আরও দু’জন মোটামুটি দৃঢ়তার পরিচয় দেন। যার প্রথমজন হলেন আফিফ হোসেন ধ্রুব। তার সংগ্রহ ২৭ বলে ২৮। আর মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ছিলেন ১৮ বলে ১৪ রানে। এ কয়জনের চেষ্টায় শুরুর ধাক্কা সামলে লাল দলের স্কোর গিয়ে ঠেকে ১৪১-এ।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সবুজ দলেরও। নাঈম শেখ ফিরে যান মাত্র ৩ রানেই। তবে শুরুর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেছিলেন ইমরুল কায়েস আর নাজমুল হোসেন শান্ত।
শান্ত (২৮ বলে ৩৪) আর ইমরুল (৩১ বলে ৩২) দুজনই তিরিশের ঘরে পৌঁছার পর অল্প সময়ের ব্যবধানে আউট হয়ে গেলে আবার চাপে পড়ে সবুজ দল। মাঝে মিঠুনও (৩ বলে ৪) হাল ধরতে পারেননি।
যাতে শেষ ২৪ বলে ৩৫ রানের দরকার ছিল সবুজ দলের। কিন্তু সেটা নিতে পারেনি তারা। ৭ উইকেট হারিয়ে তাদের ইনিংস গিয়ে থেমে যায় ১৩১ রানেই।
প্রস্তুতি ম্যাচে ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) থেকে ডাক পাওয়া ৯ জন শীর্ষ ক্রিকেটার।
সবুজ দল:
ইমরুল কায়েস, নাইম শেখ, আরাফাত সানি, আল আমিন হোসেন, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, ইয়াসির আলী রাব্বী, এবাদত হোসেন ও রিশাদ হোসেন।
লাল দল:
লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাইম হাসান।
এনএস/