ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আফিফের আঘাতে চাপে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ৩ নভেম্বর ২০১৯ | আপডেট: ২০:৫২, ৩ নভেম্বর ২০১৯

উইকেট পেলেন আফিফ

উইকেট পেলেন আফিফ

দিল্লিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে সফরকারীরা। বোলিংয়ে এসেই নিজের প্রথম ওভারেই রোহিতকে তুলে নেন শফিউল। এরপর রাহুল ও আয়ারকে স্পিনে বিভ্রান্ত করে চমক দেখান আমুনুল ইসলাম বিপ্লব। পরে ধাওয়ান ও দুবেকে ফেরালে ১০২ রানে ৫ম উইকেট হারায় ভারত। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৫ উইকেটে ভারতের সংগ্রহ ১১০ রান। পান্ট ২০ রানে এবং ক্রোনাল পান্ডিয়া ১ রানে ক্রিজে আছেন।

এর আগে ইনিংসের প্রথম ওভারেই রোহিত শর্মা ফিরেছেন ৫ বলে দুই চারে ৯ রান করে। শফিউলের বলে লেগ বিফোর হন তিনি। ফলে মাত্র ১০ রানেই প্রথম উইকেট হারায় ভারত। আর দলীয় ৩৬ রানে লোকেশ রাহুলকে (১৫) এবং ৭০ রানে মারকুটে শ্রেয়াস আয়ারকে (২২) ফিরিয়ে উল্লাসে মাতেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। 

সপ্তম ওভারে বল হাতে এসে নিজের প্রথম ওভারেই লেগ স্পিনে বিভ্রান্ত করেন রাহুলকে। সরাসরি ক্যাচ তুলে দেন মিড উইকেটে দাঁড়ানো অধিনায়ক মাহমুদুল্লাহর হাতে। এর দুই ওভার পর আবারও দলকে উল্লাসে মাতান বিপ্লব। এবার শিকার করেন হাত খুলে খেলতে থাকা শ্রেয়াস আয়ারকে।  

এরপর অভিষিক্ত শিভান দুবে ১ রানে আফিফের শিকার হন। তার আগে ওপেনার শিখর ধাওয়ান রান আউটের শিকার হন ৪১ রান করে। 

এদিন রোহিত শর্মাদের বিপক্ষে স্পিন নির্ভরতা কমিয়েই মাঠে নামে টিম বাংলাদেশ। দলে যে দুজন বাঁহাতি স্পিনার আছেন-সেই তাইজুল আর আরাফাত সানির কেউই থাকছেন না আজকের একাদশে। 

এদিন দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। লাঞ্চের আগের টিম মিটিংয়ে দল চূড়ান্ত হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

নান্নুর দেয়া এই দলে নেই- মোহাম্মদ মিঠুন, বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আর আরাফাত সানি। ফলে আজ মাঠে দেখা যাবে না বাংলাদেশের কোনও বাঁহাতি স্পিনারকে।

অর্থাৎ জেনুইন স্পিনার হিসেবে একাদশে থাকছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। আর আগেই জানা গেছে যে, এদিন অভিষেক হচ্ছে উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখের। সঙ্গে থাকছেন লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, অধিনায়ক মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব আর মোসাদ্দেক হোসেন সৈকত। 

এভাবেই ব্যাটিংটাকে যতটা সম্ভব সমৃদ্ধ, শক্ত আর লম্বা করে একাদশ সাজানো হয়েছে। যেখানে বোলারদের ভেতরে তিন পেসারের পাশাপাশি নির্ভর করা হচ্ছে লেগি বিপ্লবের ওপর।

বরাবরের মতোই ভারতীয় ব্যাটিং অনেক সমৃদ্ধ, শক্তিশালী। তাই তাদের বিপক্ষে স্পেশালিস্ট স্পিনার কমিয়ে পেসার রাখা হয়েছে তিনজন-মোস্তাফিজ, শফিউল ও আল আমিনকে। 

অন্যদিকে, লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব তো আছেনই। সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ, মোসাদ্দেক আর আফিফও হয়তো হাত ঘোরাবেন। বিপ্লবের ৪ ওভারের পর তারা তিন অফস্পিনার মিলে বোলিং করে দেবেন অন্তত আরও ৬ থেকে ৮ ওভার। আর তিন পেসারের কেউ একজন মার খেলেও তখন ক্যাপ্টেনকে কোনও সমস্যায় পড়তে হবে না ২০ ওভারের কোটা পূরণ করতে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি