ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে দর্শক মাতালো লাঠিখেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ৮ নভেম্বর ২০১৯

ঢাক-ঢোল আর কাসার বাজনা...সেই বাজনার তালে তালে লাঠিয়ালদের কসরত। এমনি আয়োজন লাঠিখেলা নিয়ে।

ঝিনাইদহে হয়ে গেল ঐতিহ্যবাহী এই লাঠিখেলা। সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে খেলার আয়োজন করে মরমী লোককবি ইদু বিশ্বাস স্মৃতি সংরক্ষণ পরিষদ।

দূর-দুরান্ত থেকে খেলা দেখতে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে ছুটে আসে নানা বয়সী মানুষ। নানা রংয়ের পোশাকে প্রতিযোগিতায় অংশ নেয় লাঠিয়ালরা। প্রতিযোগিতা ঘিরে বসে মেলা।

হারিয়ে যাওয়া খেলাধুলাকে ফিরিয়ে আনার কথা জানালেন আয়োজকরা। দিনব্যাপী এ খেলায় ঝিনাইদহের ৬ টি উপজেলা থেকে ১৫ টি লাঠিয়াল দল অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি