ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাবাডি চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১৩ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জুনিয়ার বিশ্বকাপ কাবাডি চ্যাম্পিয়ানশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। ইরানে নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৪৮-৩৬ পয়েন্টে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

জুনিয়ার বিশ্বকাপ কাবাডিতে অংশগ্রহণ করা ১৩টি দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে চাইনিজ তাইপে ও আফগানিস্তান। 

৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে তারা। আগামীকাল বৃহস্পতিবার ইরানের কিশ আইল্যান্ডের জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। 
আগামী শুক্রবার হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।
একে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি