ডাইকের জোড়া গোলে অনন্য রেকর্ড লিভারপুলের
প্রকাশিত : ১৫:৫৭, ১ ডিসেম্বর ২০১৯
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন এন্ড হোভ আলবিয়নের বিপক্ষে বিরতির আগেই জোড়া লক্ষ্যভেদ করলেন ফন ডাইক। এতে লিভারপুল ছুঁয়ে ফেলল নিজেদের অনন্য একটি ফুটবল রেকর্ড। ১৯৮৮ দলের রেকর্ড স্পর্শ করে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল অলরেডরা।
শনিবার রাতে অ্যানফিল্ডে ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। চলতি আসরে দলটির এটি ১৩তম ম্যাচ জয়।
ঘরের মাঠে খেলার শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে খেলতে থাকে চলতি মৌসুমে অপরাজিত থাকা লিভারপুল। আর প্রথমার্ধে ২-০তে লিডও নেয় স্বাগতিকরা।
ম্যাচের ১৮তম মিনিটে শুরুটা করেন ফন ডাইক। ছয় মিনিট পরেই আরও একটি গোল করে ম্যাচ জয়ে অনেকটাই নিশ্চিত করেন এই ডিফেন্ডার।
আর দ্বিতীয়ার্ধে গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ব্রাইটন এন্ড হোভ আলবিয়ন।
এ জয়ে ১৪ ম্যাচে ১৩ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে সিটির সমান পয়েন্ট নিয়ে তিনে লিচেস্টার সিটি। ১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।
একে//