ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মুজিববর্ষ ও মহান বিজয় দিবসে বরগুনায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট 

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৬, ২ ডিসেম্বর ২০১৯

মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে। 

রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন, সিভিল সার্জন হুমায়ুন খান শাহীন, বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেনসহ সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা এবং খেলোয়াররা। 

এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে নারী ও পুরুষ দল মিলিয়ে মোট ১১৭টি টিম আংশগ্রহণ করেছে। জেলা প্রশাসনের আয়োজনে আগামী সাতদিন চলবে এই টুর্নামেন্ট। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি