চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য দু:সংবাদ
প্রকাশিত : ২১:২৭, ১৯ ডিসেম্বর ২০১৯
পুরনো জায়গায় নতুন করে চোট পেলেন রিয়াদ
ভারত সফরে গিয়ে শিকার হওয়া হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ না হওয়ায় বিপিএলের প্রথম দুই ম্যাচেই খেলতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুই ম্যাচ পর ফেরা অভিজ্ঞ এ অলরাউন্ডার বুধবার (১৮ ডিসেম্বর) ফের চোট পেয়েছেন পুরনো জায়গায়।
বৃহস্পতিবার জানা গেছে, চলতি বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বে আর মাঠে নামা হচ্ছে না মাহমুদুল্লাহর।
এ বিষয়ে এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুনতাসির জানান, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন মাহমুদুল্লাহ। তার এমআরআই করা হবে কি না তা ফিজিওরা ঠিক করবেন। তবে ওর কোনও ব্যথা নেই।
এদিকে, আগামীকাল শুক্রবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ খেলতে রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সে ক্ষেত্রে এ ম্যাচে দলীয় অধিনায়ককে দলে পাচ্ছে না সতীর্থরা।
বুধবার (১৮ ডিসেম্বর) পুরনো জায়গায় নতুন করে চোট পাওয়ার দিনে দুর্দান্ত ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ। চোট নিয়ে খোঁড়াতে খোঁড়াতেই ২৮ বলে ৫৯ রানে বিধ্বংসী এক ইনিংস খেলেন অভিজ্ঞ এ ক্রিকেটার। যে ইনিংসে ভর করে জয়ও পেয়েছে তার দল।
এনএস/