ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আপাতত পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ : পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ২৬ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৬:০৩, ২৬ ডিসেম্বর ২০১৯

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বাংলাদেশ আপাতত পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাবে না। কিন্তু ক্রিকেটার ও স্টাফরা টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহ দেখিয়েছেন। যদিও সেখানে খেলতে যাওয়া না যাওয়া নির্ভর করবে খেলোয়াড়, স্টাফ ও সরকারি সংকেতের উপর।

আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘দলের কিছু বিদেশি স্টাফ এবং ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করেছেন। খেলোয়াড়দের পরিবারের পক্ষ থেকেও সেখানে যেতে দিতে চাচ্ছে না। এ কারণে নির্দিষ্ট সময়ে সফর না হওয়ার সম্ভাবনাই বেশি।’

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘সেখানে গেলে সিকিউরিটি নিয়ে থাকতে হবে। কিন্তু বদ্ধ অবস্থায় কতদিন থাকা সম্ভব। এটাই প্রশ্ন। সবাই বলেছে এতো লম্বা সময়ে এভাবে থাকা সম্ভব না।’

টি-টোয়েন্টি সিরিজ খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ খেলার আগ্রহ রয়েছে অনেকের। কারণ এক সপ্তাহের ব্যবধানে ফিরে আসা সম্ভব হবে। আমি বলবো- সেটা করা যেতে পারে। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তখন চিন্তা করা যেতে পারে।’

বিসিবি প্রধান বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত ও পাশাপাশি ক্রিকেটারদের মধ্যে কারা যাবে না যাবে, কেমন দল হবে এবং আমরা যদি একটা মোটামুটি শক্তিশালী দল গড়তে পারি- তবেই টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রশ্ন।’

প্রসঙ্গ, চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝেই এ বিষয়ে জোর আলোচনা চলে। বিপিএল শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে কি না সেসব প্রশ্ন ওঠে সর্বমহলে।

এমনকি বিসিবি প্রধান নির্বাহী ও পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেয়ারম্যানের পাল্টাপাল্টি মন্তব্যে পরিস্থিত আরও ঘোলাটে হয়ে ওঠে। এরই মধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন বিসিবি সভাপতি।
এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি