ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

তামিমের পর অনন্য মাইলফলকে মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ২১:০৫, ৩ জানুয়ারি ২০২০

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালের পর বিপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সিলেটে বঙ্গবন্ধু বিপিএলের ৩১তম ম্যাচে ঢাকার প্লাটুনের বিপক্ষে ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে বিপিএলের ইতিহাসে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন খুলনা টাইগার্সের অধিনায়ক।

এই ম্যাচের আগে বিপিএলে মুশফিকের ব্যাটিং পরিসংখ্যান ছিল- ৭৮ ম্যাচের ৭৪ ইনিংসে ১৯৯৯ রান। অর্থাৎ দুই হাজার রান থেকে ১ রান দূরে ছিলেন মুশফিক। আজ ৬৪ রানের ওই ইনিংস খেলার শুরুতেই সেই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। 

যাতে বিপিএলে ৭৯ ম্যাচের ৭৫ ইনিংসে ১৪টি হাফ-সেঞ্চুরিতে এখন মুশফিক ২০৬৩ রানের মালিক। যেখানে মুশফিকের উপরে আছেন শুধুই তামিম। অবশ্য এ দুজনের মধ্যে অনেকটা মধুর প্রতিযোগিতাই চলছে। একবার তো তামিমের উপরেই উঠে গেছিলেন মুশফিক। পরে তামিম পর পর দুই ম্যাচ ভালো খেলায় এবং মুশফিক খারাপ করায় আবার দুইয়ে নেমে যান মি. ডিপেন্ডেবল।

এদিকে, ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৯টি হাফসেঞ্চুরিতে ২১৪৩ রান করেছেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল খান।

বিপিএলে সবচেয়ে বেশি রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:


এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি