ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু বিপিএল : ফাইনালে ওঠার লড়াই শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৩:০৩, ১৩ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু বিপিএলে রাউন্ড রবিন লিগের পর একদিন বিরতি শেষে আজ সোমবার থেকে শুরু হচ্ছে শেষ চারের লড়াই।

গ্রুপ পর্বে সেরা চার দল খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন ফাইনালে উঠার লক্ষ্যে খেলবে প্লে অফের মঞ্চে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা, দুইয়ে রাজশাহী আর তিন ও চার নম্বরে যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকা।

আজ ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় এলিমিনেটের ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তৃতীয় দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও চতুর্থ দল ঢাকা প্লাটুন। এই ম্যাচের জয়ী দল ফাইনাল খেলার জন্য আরও একটি সুযোগ পাবে, পরাজিত দল আসর থেকে বিদায় নেবে।

আর দিনের দ্বিতীয় খেলায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের মোকাবিলা করবে।

তবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ফরম্যাটের কারণে শীর্ষ দুই দল ফাইনালে যাওয়ার জন্য পাবে দুটি সুযোগ। আর কোয়ালিফায়ারের টিকিট পেতে এলিমিনেটর পর্বে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বাদ যাবে।

আগামী শুক্রবার সন্ধ্যা সাতটায় জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বঙ্গবন্ধু বিপিএলের।

বিপিএলের সেরা চারের লড়াইয়ের সময় সূচি

এলিমিনেটর: (১৩ জানুয়ারি) দুপুর ১.৩০ ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

কোয়ালিফায়ার-১: (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০ খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস

কোয়ালিফায়ার-২: (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০ এলিমিনেটর জয়ী বনাম কোয়ালিফায়ার-১ পরাজিত

ফাইনাল: (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা কোয়ালিফায়ার-১ জয়ী বনাম কোয়ালিফায়ার-২ জয়ী

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি