ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

১৪ তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২৫ জানুয়ারি ২০২০

এম জে এল বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শেষ হলো ‘১৪ তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০২০’। টুর্নামেন্টটি কুর্মিটোলা গলফ ক্লাবে গত ২২ জানুয়ারি শুরু হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ও এস পি, পিএস সি জনাব মোঃ সামছুল হক। 

এবারের মোবিল কাপ গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আজম জে. চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট গলফারগণ।    

‘১৪তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০২০’ -এ আরো উপস্থিত ছিলেন এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক- তানজিল চৌধুরী; প্রধান নির্বাহী কর্মকর্তা- জনাব এম. মুকুল হোসেন; কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা- ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব:), বাংলাদেশ আমর্ড ফোর্সেস এবং এম জে এল বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।  

‘১৪তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০২০’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৪ জানুয়ারি ২০২০, কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ও এস পি, পিএস সি জনাব মোঃ সামছুল হক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে উইনার হন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও রানার-আপ হন সাদ রহিম চৌধুরী, লেডিস উইনার হন মিস সিফাট ইউসুফ। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি