ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পাঁচ ঘণ্টায় পঞ্চাশ, তাইজুল-শফিউলও পাঁচে পাঁচ

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ২১:০০, ৩১ জানুয়ারি ২০২০

শফিউল ইসলাম, ফাজলে মাহমুদ ও তাইজুল ইসলাম

শফিউল ইসলাম, ফাজলে মাহমুদ ও তাইজুল ইসলাম

একইসঙ্গে দেশের দুই ভেন্যুতে শুরু হলো এবারের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ফ্রাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির এই ক্রিকেট লিগ দিয়েই মূলত শুরু হলো পাকিস্তানের বিপক্ষে টেস্টের জন্য জাতীয় দলের প্রস্তুতি।

শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হওয়া বিসিএলে সবার নজর ছিল কিন্তু জাতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য এবং যাদের টেস্ট দলে ঢোকার সম্ভাবনা রয়েছে তাদের ওপরেই। কিন্তু প্রথম দিনের অভিজ্ঞতাটা ছিল অম্ল-মধুর। কারণ, পুরোপুরি প্রত্যাশা মাফিক হয়নি ক্রিকেটারদের পারফরম্যান্স। কেউ কেউ ভালো করেছেন তো, কেউ আবার খারাপও করেছেন।

তবে প্রথমদিনেই ব্যাট হাতে জাতীয় দলের নিয়মিত সদস্যদের ছাড়িয়ে গেলেন দলের বাইরে থাকা ব্যাটসম্যান ফজলে মাহমুদ। ১৬৪ বলে ১২৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। এছাড়া বিসিএলের প্রথম দিনে সেঞ্চুরি হাঁকাতে পারেননি আর কেউই। তবে ফিফটি পেয়েছেন সাইফ হাসান।

তবে বল হাতে এদিন ঠিকই চমক দেখালেন জাতীয় দলের হয়ে নিয়মিত টেস্ট খেলা স্পিনার তাইজুল ইসলাম এবং বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা পেসার শফিউল ইসলাম। আজ প্রথম দিনে দুজনেই পাঁচে পাঁচ!

ইসলামী ব্যাংক পুর্বাঞ্চলের হয়ে খেলছেন তাইজুল ইসলাম। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ২২ ওভারে ৮ মেডেন ও ৫৮ রান দিয়ে একাই নেন ৫টি উইকেট। 

অন্যদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে একাই আগুন ঝরালেন শফিউল ইসলাম। ৬ ওভার বল করে ১ মেডেন এবং ৩০ রান দিয়ে একাই ৫ উইকেট নেন তিনি। যার মধ্যে প্রথম ওভারেই শফিউল তুলে নেন চার উইকেট।

এদিন, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন ওয়ালটন মধ্যাঞ্চলের মুখোমুখি হয় মোমিনুল হকের নেতৃত্বাধীন ইসলামী ব্যাংক মধ্যাঞ্চল। টস হেরে আগে ব্যাট করতে নেমে অত্যান্ত ধীরগতির ব্যাটিংয়ের উদাহরণ সৃষ্টি করে মাত্র ২১৩ রানেই অলআউট হয়ে যায় মধ্যাঞ্চল। 

মূলত, ধীরস্থির ব্যাটসম্যান হিসেবেই দেশীয় ক্রিকেটে পরিচিতি সাইফ হাসানের। তবে ধীরগতির ব্যাটিংয়ে এবার যেন নিজেকেও ছাড়িয়ে গেলেন এই ওপেনার। এদিন ফিফটি করেছেন তিনি, তাও ৫ ঘণ্টার বেশি সময় নিয়ে। সাইফের উইকেটসহ ৫ শিকার ধরে মধ্যাঞ্চলকে ভুগিয়েছেন পূর্বাঞ্চলের তাইজুল ইসলাম।

শুরুতেই দুর্দান্ত খেলতে থাকে সেন্ট্রালের দুই ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান। দু’জন মিলে গড়ে তোলেন ৪৬ রানের জুটি। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৪৭ বলে ৩৬ রান করে আউট হয়ে যান সৌম্য। আর অন্যপাশে জেনুইন টেস্ট খেলার চেষ্টা করেন সাইফ হাসান। ২১৪ বল মোকাবেলা করে মাত্র ৫৮ রান সংগ্রহ করেন তিনি। উইকেটে ছিলেন ৩৩৩ মিনিট। বাউন্ডারি মেরেছেন ৫টি। ছক্কা ২টি।

সাইফ হাসানকে উইকেটে রেখে একে একে আউট হন সেন্ট্রাল জোনের বাকি সব ব্যাটসম্যান। এর মাঝেও ৪৬ রান করেন তাইবুর রহমান। আর ৩১ রান করেন সোহরাওয়ার্দী শুভ। অন্যদিকে, ১০ম ব্যাটসম্যান হিসেবে আউট হন সাইফ হাসান।

তাইজুল ইসলাম একাই নেন ৫৮ রান দিয়ে ৫ উইকেট। এছাড়া আবু জায়েদ রাহী এবং স্পিনার নাঈম হাসান নেন ২টি করে উইকেট। ১টি নেন হাসান মাহমুদ। জবাব দিতে নেমে যদিও কোনও রান করতে পারেনি পুর্বাঞ্চল। শুন্য রানে থেকেই মাঠ ছাড়েন তামিম ইকবাল এবং পিনাক ঘোষ।

এদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় আবদুর রাজ্জাকের দক্ষিণাঞ্চল এবং নাঈম ইসলামের উত্তরাঞ্চল। এ ম্যাচেও টস হেরে আগে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। যার শুরুতেই কোনও রান না করে আউট হয়ে যান শাহরিয়ার নাফীস।

এরপর জুটি বাধার চেষ্টা করেন এনামুল হক বিজয় এবং ফজলে মাহমুদ। তবে ৩০ রানেই ভেঙ্গে যায় এ জুটি, ব্যক্তিগত ১০ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও অন্যপ্রান্তে ব্যাট করে যান ফজলে মাহমুদ। তুলে নেন কাঙ্ক্ষিত সেঞ্চুরিও।

এছাড়া শামসুর রহমান শুভ ২৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৩১, নুরুল হাসান সোহান ২৬ রান এবং সেঞ্চুরিম্যান ফজলে মাহমুদ ১২৫ রান করলে শেষ পর্যন্ত ২৬২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণাঞ্চল।

উত্তরাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুমন খান। এছাড়া ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আরিফুল হক এবং তানবির হায়দার।

তবে, জবাব দিতে নেমেই যেন নিদারুণ বিপদে পড়ে উত্তরাঞ্চল। বিপিএলে ভালো করা এক শফিউল ইসলামের তোপের মুখে প্রথম ওভারেই চার উইকেট হারিয়ে বসে দলটি। আর ৪৬ রানের মাথায় পঞ্চম উইকেট হারিয়ে চরম বিপদের মধ্যে আছে তারা। 

প্রথম ওভারের চার উইকেটসহ একাই ৫টি উইকেট তুলে নিয়েছেন শফিউল ইসলাম। স্পেলের শেষ ওভারে এসে আরেকটি উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেন শফিউল। যাতে প্রথম দিন শেষে সেই ৪৬ রানই করেছে উত্তরাঞ্চল। যেখানে রনি তালুকদার রয়েছেন ২৬ রানে এবং তানবির হায়দার কোনও রান না করে অপরাজিত আছেন। 

এর আগে লিটন দাস আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে। গোল্ডেন ডাক মেরেছেন মিজানুর রহমানও। জুনায়েদ সিদ্দিকি এবং নাঈম ইসলামরা আউট হয়েছেন ২ রান করে। তবে ১৬ রান করে আউট হয়েছেন সানজামুল ইসলাম।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি