ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ভারতকে গুটিয়ে চালকের আসনে কিউইরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৫:০২, ২২ ফেব্রুয়ারি ২০২০

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারী ভারতকে ১৬৫ রানে গুটিয়ে দিয়েছে তারা।  

প্রথম দিন শুক্রবার টসে হেরে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিরাট কোহলিরা। দলীয় ১৬ রানের মাথায় পৃথ্বি শকে (১৬) সাজঘরে ফেরান টিম সাউদি। এরপরই কাইলসের ক্যারিশমা। পর পর তুলে নেন চেতেশ্বর পূজারা (১১) এবং কোহলিকে (২)। অভিষেকে নেমেই যাদুকরি বোলিং করেন কাইলস।

৪০ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে তখন ভারত। এরপর মায়াঙ্ক আগরওয়াল আর রাহানে জুটি ভারতকে স্বস্তি দেয়। লাঞ্চ বিরতিতে ভারতের রান ছিল ৩ উইকেট হারিয়ে ৭৯।

লাঞ্চের পরেই মায়াঙ্ককে ৩৪ রানে ফেরান বোল্ট। ব্যর্থ হনুমা বিহারীও। করেন মাত্র সাত রান। ফেরালেন সেই জেমিসন।  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ঋদ্ধিমান সাহার পরিবর্তে সুযোগ পান ঋষভ পন্থ। রাহানে-পন্থ জুটি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন চা পানের বিরতির আগে। ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ১২২ রান। 

তবে বৃষ্টি বাধায় প্রথম দিন আর খেলা হয়নি। ৩৮ রানে অপরাজিত রাহানে, ১০ রানে নট আউট পন্থ। 

দ্বিতীয় দিনে আজ শনিবার ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে পন্থরা। প্রথম দিনে শুক্রবার ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙেছিলেন কাইল জেমিসন। আর শনিবার সকালে ভারতীয় ব্যাটিংয়ের লেজ ছাঁটার কাজটা করেন অভিজ্ঞ টিম সাউদি। 

যার ফলে ৫ উইকেটে ১২২ রান নিয়ে খেলতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। পন্থ ১৯ করে রান আউটের শিকার হন। রাহানে করেন ৪৬। শেষ দিকে মোহাম্মদ শামি ২১ রান করেন। সাউদি এবং জেমিসন নেন চারটি করে উইকেট।

জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ইশান্ত শর্মার জোড়া ধাক্কায় টম লাথাম (১১) এবং টম ব্লান্ডেল (৩০) ফিরে গেলেও অধিনায়ক কেন উইলিয়ামসনের অনবদ্য ৮৯ রানের সুবাদে চালকের আসনে কিউইরা। 

দ্বিতীয় দিনের শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২১৬। ভারতের থেকে ৫১ রানে এগিয়ে ব্ল্য়াক ক্যাপসরা। উইলিয়ামসনের পাশাপাশি ৪৪ রান করে দলের বড় সংগ্রহের পথে সাহায্য করেন রস টেলর। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি