ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কোয়ারেন্টাইনে মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৫ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। ক্রীড়াক্ষেত্রেও এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ আপাতত মাঠে গড়াচ্ছে না। এসবের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর পর এবার নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। তবে শুধু মেসি একা নন, পুরো বার্সেলোনা স্কোয়াডই এখন কোয়ারেন্টাইনে আছে।

বার্সেলোনায় মেসির বিলাসবহুল বাড়িতে আউটডোর ফুটবল পিচ, সুইমিং পুল এবং ইনডোর জিম আছে। অর্থাৎ আইসোলেশনে থাকা অবস্থায় মেসির প্রস্তুতি নিতে কোনও অসুবিধা হবে না। শুধু তাই না, তার বাড়ি যেখানে অবস্থিত সেই জায়গা ‘নো ফ্লাই জোন’র অংশ। তার মানে বেশ শান্তিতেই অনুশীলন সারতে পারবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বার্সার মতো কোয়ারেন্টাইনে আছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রাও। রিয়ালের বাস্কেটবল দলের এক খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ই রিয়ালের ফুটবলাররা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। স্প্যানিশ ক্লাব আলাভেসের দুই কর্মকর্তার শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এছাড়া, জুভেন্টাসের ডিফেন্ডার দানিয়েল রুগানির কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর প্রভাবে জুভেন্টাস ও ইন্টার মিলানের (সর্বশেষ এই দলের বিপক্ষেই খেলেছেন রুগানি) সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা। এর কয়েক ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাস পজিটিভ হন চেলসির ইংলিশ ফরোয়ার্ড কলাম হাডসন-ওডোই।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি