ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

করোনায় অলিম্পিকের আকাশে কালো মেঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২৩ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে অলিম্পিকের আকাশেও কালো মেঘ৷ পিছিয়ে যেতে পারে ২০২০ টোকিও অলিম্পিক৷ হতে পারে ২০২১ সালে৷ সোমবার প্রথম দেশ হিসেবে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেছে কানাডা।

এদিকে, আগামী ২৪ জুলাই অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক ২০২০ স্থগিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷

পার্লামেন্টের এক ভাষণে তিনি বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে এখন কোনো কিছুই নিরাপদ না। ফলে অলিম্পিক স্থগিতের ব্যাপারে আমাদের বিবেচনা করতে হতে পারে।

২০২০ সালে অলিম্পিক হলে তাতে অংশ গ্রহণ করবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া৷

এবার কানাডিয়ান অলিম্পিক কমিটি ঘোষণা দিয়ে বলেছে, যদি এক বছর অলিম্পিক পিছিয়ে না দেওয়া হয় আমরা অ্যাথলেটদের অলিম্পিকে পাঠাবো না।

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের ক্রীড়াঙ্গন টালমাটাল পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। একের পর এক মেগা ইভেন্ট বন্ধ হয়ে গেছে।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৮৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এতে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৩৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯৭ হাজার করোনা আক্রান্ত রোগী।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি