ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাবায় চমক দেখালেন ইরানি কিশোর আলিরেজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস চার্লসেনকে হারিয়ে চমক দেখালেন মাত্র ষোলো বছর বয়সি ইরানিয়ান ‍কিশোর আলিরেজা ফিরোজিয়া। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নরেজিয়ান তারকাকে হারিয়ে বেন্তার ব্লিটস কাপে শ্রেষ্ঠত্ব দেখালেন উদীয়মান এই কিশোর।

দ্রুতগতির নকআউট পর্বের অনলাইনভিত্তিক এই আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে চার্লসেনকে ৮.৫-৭.৫ ব্যবধানে হারান আলিরেজা। জিতে নিয়েছেন ১৪ হাজার ডলার।

অনলাইনভিত্তিক প্রতিযোগিতাটি সাত মাস ধরে চলছিল। ১৩১টি ম্যাচে মোট প্রতিদ্বন্দ্বিতা করেন ১২৮ জন। ফাইনালে ২০১৩ সাল থেকে বিশ্বচ্যাম্পিয়নদের খেতাব ধরে রাখা চার্লসেনের মুখোমুখি হন আলিরেজা। তাতে সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়ন হয় এই কিশোর।

অবশ্য ফাইনালের আগে আলিরেজাকে কোনোভাবেই খাটো করে দেখেননি চার্লসেন। বলেছিলেন- ‘প্রতিযোগিতাটিতে এখন পর্যন্ত এটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

৯০ মিনিটের ফাইনালে আলিরেজার কাছে হারের পর তাকে উদ্দেশ করে লাইভ স্ট্রিমে ২৯ বছর বয়সী চার্লসেন বলেন- ‘ও অত্যন্ত দৃঢ়। দুর্দান্ত একটি গেম হলো, আলিরেজা! এটা সত্যিই আমার জন্য ভয়ংকর ছিল। আমি আমার লড়াই থেকে ছিটকে গিয়েছিলাম। কিন্তু পুরো কৃতিত্বই তার প্রাপ্য।’

উচ্ছ্বসিত ২১ নম্বর র‍্যাঙ্কিধারী আলিরেজা বলেন, ‘আমি মনে করেছিলাম, ম্যাচটা ফিফটি-ফিফটি পর্যায়ে ছিল। আমি ফেভারিট নাকি উনি ফেবারিট এটা আমি মনে করিনি।’

ফিদে মাস্টারের স্বীকৃতি পাওয়া দ্বিতীয় সবচেয়ে কম বয়সী দাবাড়ু আলিরেজার খ্যাতি ছড়ায় গত ডিসেম্বরে। মস্কো ওয়ার্ল্ড ব্লিজে দ্বিতীয় হন তিনি।

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি