ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১৪ নভেম্বর ২০২০ | আপডেট: ১৭:১৮, ১৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে করাচিতে পৌঁছে দু’দিনের কোয়ারেন্টাইন শেষ করে প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে ৩৭ রান করেন তিনি। প্রতিপক্ষ ছিলো মুলতান সুলতানস।

দেশ থেকে দুই দফা করোনা পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গত ১১ অক্টোবর করাচি পৌঁছান তামিম ইকবাল খান। সেখানে দু’দিনের কোয়ারেন্টাইন শেষে লাহোরের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন তিনি। ৩৮ বলে ৩৭ রান আসে তামিমের ব্যাট থেকে।

প্রথমে ব্যাট করে তার দল লাহোর ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয়। তামিম ছাড়াও লাহোরের পক্ষে ইংলিশ ব্যাটসম্যান সামিট প্যাটেল ৩৩ বলে অপরাজিত ৪৯ রান করেন। লাহোরের দেয়া ১৫৮ রানের টার্গেট স্পর্শ করে ২ উইকেটের জয় তুলে নেয় মুলতান।

এদিকে, পিএসএলের এলিমিনেটর ম্যাচে আজ শনিবার পেশাওয়ার জালমির মুখোমুখি হবে তামিমের দল লাহোর। অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তামিম। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

তামিম ছাড়াও পিএসএলের প্লে-অফে বাংলাদেশ থেকে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিলো মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু সস্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তার পরিবর্তে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নিয়েছে মুলতান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি