ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেয়েকে কুরআনের হাফেজ বানাচ্ছেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ২৫ মে ২০২০

বাবা মাশরাফির সাথে মেয়ে হুমায়রা

বাবা মাশরাফির সাথে মেয়ে হুমায়রা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মাঠে যেমন সফল, তেমনি মাঠের বাইরেও মাশরাফি রাখছেন বিচক্ষণতার চাপ। পরিবারে তো বটেই। আর এরই ধারাবাহিকতায় ধর্মপ্রাণ মাশরাফি এবার তার মেয়ে হুমায়রা মর্তুজাকে তৈরি করছেন কুরআনের হাফেজ হিসেবে। 

ঈদের আগের দিন রোববার (২৪ মে) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে ফেসবুক লাইভে এসে এমনটাই জানান দেশ সেরা এ অধিনায়ক।

লাইভ চলাকালীন মাশরাফির মেয়ে হুমায়রাও ক্যামেরার সামনে আসে এবং সবাইকে সালাম জানায়। এ সময় মেয়েকে কুরআনের হাফেজ বানাচ্ছেন বলেই জানান মাশরাফি। মাঠের বাইরেও সফল নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বলেন, ‘বর্তমানে ও কুরআন মাজিদ পড়তেছে। শেষ হলেই হাফেজি পড়া শুরু করবে।’

পুরস্কার নিচ্ছেন হুমায়রা

অবশ্য এর আগে মাশরাফিকন্যা হুমায়রা তার সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করে ইতোমধ্যেই সবার মন জয় করে নিয়েছে। মাত্র ৮ বছর বয়সে সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করে পুরস্কারও জিতে নিয়েছে হুমায়রা মর্তুজা। এবার পালা পুরো কুরআন হৃদয়ে ধারণ করার। আর এ জন্য দেশবাসীর দোয়াও চেয়েছেন মাশরাফি। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি