ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অনুশীলনে ফিরছে শ্রীলঙ্কান ক্রিকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ১ জুন ২০২০

করোনাভাইরাসের আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে, মোট ১৩ জন ক্রিকেটারকে নিয়ে কলম্বো ক্রিকেট ক্লাবে হবে ১২ দিনের এই আবাসিক শিবির। আজ সোমবার থেকেই শুরু হচ্ছে এই অনুশীলন।

মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। করোনার কারণে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ বাতিল করে দিলেও জুলাইয়ে ভারতের আসার কথা শ্রীলঙ্কায়। সাদা বলের ক্রিকেটে দুই দল মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে এ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শ্রীলঙ্কান শিবির প্রস্তুত থাকতে চাইছে। তার জন্যই সোমবার থেকে শুরু হচ্ছে অনুশীলন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়, তিন ফরম্যাটেই আছেন, এমন ক্রিকেটারকেই বেছে নেওয়া হয়েছে ১৩ জনের স্কোয়াডে। প্রাধান্য দেওয়া হয়েছে বোলারদেরকে। কারণ, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে টিকে থাকার জন্য বোলাররাই মেইন অস্ত্র। খেলোয়াড়দের অনুশীলনে দায়িত্বে থাকবেন চার জন। এর মধ্যে কোচ ও সাপোর্ট স্টাফদের ধরা হয়েছে।

তবে, অনুশীলনের জায়গা ছাড়া ও হোটেলের বাইরে বেরুনোর অনুমতি নেই ক্রিকেটারদের। বোর্ড থেকে বলা হয়েছে, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে এই অনুশীলন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি