ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লা লিগা শুরু : ১৩ জুন মাঠে নামবে মেসির দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১ জুন ২০২০

করোনাভাইরাসের কারণে ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে স্প্যানিশ লা লিগা। সম্প্রতি খেলা শুরুর অনুমতি দেয় স্পেন সরকার। লিগ কমিটির ঘোষিত তারিখ ১৩ জুন মায়োর্কারের বিপক্ষে লকডাউনের পর প্রথম খেলতে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। পরের দিন রিয়াল মাদ্রিদ খেলবে এইবারের বিপক্ষে। তবে স্পেনের ফুটবল ফেডারেশন গত শুক্রবার জানায়, ১১ জুন সেভিয়া ও রিয়াল বেতিসের ডার্বি ম্যাচ দিয়ে শুরু হবে লিগ।

১১ জুন বৃহস্পতিবার সেভিয়া-রিয়াল বেতিস ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। শনিবার মায়োর্কারের বিপক্ষে বার্সাও একই সময়ে মাঠে নামবে। তবে রবিবার
রাত সাড়ে এগারোটায় এইবারের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

করোনার কারণে লিগ সাময়িক স্থগিত হওয়ার সময় পয়েন্ট টেবিলে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল বার্সা। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। সমান ম্যাচ খেলা
রিয়ালের ৫৬। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৪৭।

ঘোষিত সূচি ঠিক থাকলে প্রায় এক মাসের ভেতর রিয়াল-বার্সাকে আরও ১১টি করে ম্যাচ খেলতে হবে। ১৯ জুলাইয়ের ভেতর লা-লিগা শেষ করে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে
চিন্তা করতে হবে তাদের।

‘নতুন শুরুর’ প্রথম ম্যাচের পর বার্সা দ্বিতীয় ম্যাচ খেলবে নিজেদের মাঠে, ১৬ জুন লেগানেসের বিপক্ষে। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদেরও পরের ম্যাচটি নিজেদের মাঠে হওয়ার কথা। কিন্তু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ১৮ জুন দলটি আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে।

স্প্যানিশ লিগ প্রধান হাভিয়ের তেবাস জানিয়েছেন, ১৯ জুলাই পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই খেলা থাকবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি