ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বর্ণবিদ্বেষীদের ধিক্কার জানালেন ক্রিস গেইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ২ জুন ২০২০

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা ক্রিস গেইল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা ক্রিস গেইল

যুক্তরাষ্ট্র পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের নিমর্ম হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভে ফুঁসছে ক্রীড়াবিশ্ব। সেই ক্ষোভে এবার সামিল হলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা ক্রিস গেইল। গতকাল সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতিতে ‘ইউনিভার্স বস’ লিখলেন, বর্ণবিদ্বেষ এখন আর শুধুমাত্র ফুটবলেই সীমাবদ্ধ নেই। তা পুরোদস্তুর রয়েছে ক্রিকেটেও। এই বর্ণবিদ্বেষীদের প্রতি ধিক্কার জনাই।’

আমেরিকাজুড়ে ফ্লয়েডের মৃত্যু নিয়ে শুরু হয়েছে ‘ব্ল্যাক লিভস ম্যাটার্স’ প্রতিবাদ। এই প্রতিবাদ নিয়ে ক্যারিবিয়ান তারকা তাঁর ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, ‘‘প্রত্যেকের বাঁচার অধিকারের মতো কৃষ্ণাঙ্গদেরও বাঁচার অধিকার আছে। সবার জীবনের মূল্য সমান। বর্ণবিদ্বেষীদের প্রতি ধিক্কার। কৃষ্ণাঙ্গদের বোকা ভেবো না।”

কৃষ্ণাঙ্গদের প্রতি আবেদন জানিয়ে মারকুটে এই ক্রিকেট তারকা আরও লিখেছেন, “কৃষ্ণাঙ্গদেরও বলছি, নিজেদের ছোট ভেবে নীচে নামিও না।’’ 

বর্ণ বিদ্বেষে পিছিয়ে নেই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনও। বিশ্বের প্রথম সারির ক্রীড়াবিদরাও বর্ণবৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এবার সেই সুরে কণ্ঠ মেলালেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল।

নিজেও বর্ণবিদ্বেষের শিকার উল্লেখ করে গেইল লেখেন, ‘‘সারা বিশ্ব ভ্রমণ করে আমিও বর্ণবিদ্বেষের শিকার। শুধুমাত্র আমি কৃষ্ণাঙ্গ বলেই আমাকে তার শিকার হতে হয়েছে। বর্ণবিদ্বেষ শুধুমাত্র ফুটবলেই আবদ্ধ নেই। তা ক্রিকেটেও আছে। এমনকি দলের মধ্যেও। গায়ের রং কালো বলে অনেক সময় দোষী সাব্যস্ত হয়েছি। কিন্তু আমি কৃষ্ণাঙ্গ বলেই শক্তিশালী ও গর্বিত।’’

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি