ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতীয় ক্রিকেটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ৫ জুন ২০২০

পঞ্চপাণ্ডব

পঞ্চপাণ্ডব

Ekushey Television Ltd.

ঘুর্ণিঝড় আম্পানের ছোবলে চরম ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চলের জনগনের সহায়তায় এগিয়ে এসেছে জাতীয় ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেট তারকারা ‘ফুট স্টেপ’ নামের একটি এনজিওর মাধ্যমে এসব মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এনজিওটি তাদের ফেসবুক পেইজে ক্রিকেটারদের এই মহানুভবতার তথ্য তুলে ধরে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভয়ঙ্কর আম্পানের ছোবলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জনগনের সহায়তায় এগিয়ে এসেছেন দেশের জাতীয় ক্রিকেটাররা। ক্ষতিগ্রস্ত অনেক মানুষের মাথা গোজার ঠাই পর্যন্ত নেই। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররা। মানুষের জীবন সহায়তায় এগিয়ে আসার জন্য টাইগারদের অসংখ্য ধন্যবাদ।’

এর আগে মরণঘাতী করোনার সংক্রমনের কারণে অনটনে পড়ে যাওয়া জনগনের দিকেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন তামিম মুশফিকরা। এই ভাইরাসের সংক্রমণে সারা দেশে এ পর্যন্ত ৮২৮ জন প্রাণ হারিয়েছে। জাতীয় ক্রিকেটাররা তাদের মাসিক বেতনের অর্ধেক টাকা দানের মাধ্যমে গড়ে তুলেছিল ২৬ লাখ টাকার তহবিল। 

এছাড়া ৯১ জন প্রথম শ্রেণির ক্রিকেটার এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররাও করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। এর বাইরে ক্রিকেটাররা ব্যক্তিগত পর্যায়ে ও অভাবগ্রস্ত মানুষের প্রতিও বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। সূত্র- বাসস। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি