ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিসিবি’র চাপে কষ্ট পেয়েছেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ৬ জুন ২০২০ | আপডেট: ১২:৩১, ৬ জুন ২০২০

মাশরাফি বিন মর্তুজা

মাশরাফি বিন মর্তুজা

বাংলাদেশ ক্রিকেটে সফল তারকা মাশরাফি বিন মর্তুজা। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা পেয়েছে। শুধু তাই নয়, মাশরাফির নেতৃত্বে মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে আস্থা পেয়েছে খেলোয়াড়রা। দেশের ক্রিকেটকে অনেক উঁচুতে উঠিয়েছেন এই মাশরাফি। তাঁকে অবসর নিতে বিসিবি থেকে চাপ দেওয়া হয়েছে বিভিন্নভাবে। তাতে কষ্ট পেয়েছেন সফল এই অধিনায়ক।

মূলত ২০১৯ বিশ্বকাপের পর থেকেই মাশরাফির অবসর নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ক্রিকেট বিভিন্ন মহল এমনকি খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) মাশরাফিকে আকারে-ইঙ্গিতে অবসর নেওয়ার জন্য চাপ দিতে থাকে। এতদিন এসব নিয়ে চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন মাশরাফি।

‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘সত্যি বলতে কি, মনে হচ্ছে সবার মধ্যে আমাকে বিদায় করে দেওয়ার তাড়া দেখা যাচ্ছে এবং এটা খুব যন্ত্রণাদায়ক। আমাকে বিদায় জানানোর জন্য তাদের একটা বিদায়ী ম্যাচ আয়োজন করা উচিত ছিল এবং এটা কোনো সাধারণ ম্যাচ নয়- সাধারণ দ্বিপাক্ষিক সিরিজ এক ব্যাপার এবং তাড়াহুড়ো করে একটা বিশেষ ম্যাচ আয়োজন আলাদা ব্যাপার। 

মাশরাফি বলেন, বিসিবি বিশেষ একটি ম্যাচের জন্য ২ কোটি টাকা ব্যয়ের প্রস্তুতি নিয়েছিল। এইদিক থেকে এটাকে সঠিক সিদ্ধান্ত বলা যায় না, কারণ প্রথম শ্রেণির ক্রিকেটের খেলোয়াড়রা যথেষ্ট বেতন পায় না। সেখানে আমার জন্য একটি ম্যাচের জন্য ২ কোটি টাকা ব্যয় শোভনীয় নয়।

তবে, ২০১৯ বিশ্বকাপের পর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করেছিলেন বলে জানিয়েছেন মাশরাফি। তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। বিসিবি প্রধানও তাতে সম্মতি জানিয়েছিলেন। আলোচনা সেখানেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ওই আলোচনায় উপস্থিত না থাকা অনেকে মিডিয়াতে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেন।

এমন মন্তব্য সম্পর্কে মাশরাফি বলেন, ‘তারা আমার বেতন নিয়ে কথা বলেছে, তাদের প্রশ্ন কোনো রিটার্ন ছাড়াই কেন বোর্ড আমাকে বেতন দেবে? আমি কি তাহলে ১৮ বছর শুধু টাকার চিন্তা করে খেলেছি? আমি যদি টাকার কথা চিন্তা করতাম, তাহলে আমার হাতে তখন অনেক সুযোগ ছিল। আমি টাকার জন্য ক্রিকেট খেলিনি। শুধু তাই না, তারা গুজব ছড়ায় বিশ্বকাপে নাকি বাংলাদেশ দল সাড়ে ৯ জন খেলোয়াড় নিয়ে খেলেছে। আপনার কি মনে হয়, এটা আমার প্রাপ্য?’

ক্রিকেটে নিজের জীবন উৎসর্গ করা নিয়ে মাশরাফি আরও বলেন, ‘হঠাৎ করেই আমাকে বিদায় করে দেওয়ার তাড়া শুরু হয়ে গেল। আমি শুধু এটাই জানি আমি ক্রিকেটের জন্য জীবন উৎসর্গ করেছি, যদিও আমার ভেতরটা ফেটে যাচ্ছিল এবং হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। টাকাই যদি সব হতো, আমি অনেক কিছুই করতে পারতাম, যখন ইনজুরির কারণে আমার ক্যারিয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল। এমনকি আমি ইন্ডিয়ান সুপার লিগেও (আইসিএল) খেলতে যাইনি, অথচ সেখানে খেলার জন্য ৮ কোটি টাকা অফার করা হয়েছিল। আমি তা করিনি। আমি জীবন দিয়ে ক্রিকেট খেলেছি এবং হয়তো আমি কিংবদন্তি খেলোয়াড় হতে পারিনি, কিন্তু যোগ্য সম্মানটা তো আমার প্রাপ্য।’

গত মাসে জাতীয় দলের বোলিং কোচ ওটিস গিবসন তো সরাসরি বলেই দিয়েছেন যে, মাশরাফিকে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ২০২৩ বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে দেখেন না তিনি। তাই দেশসেরা এই পেসারকে অবসর নিতে বলেছেন গিবসন। জাতীয় দলের জন্য এত কিছু করার পরও এমন আচরণে হতাশ হয়েছেন মাশরাফি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি