ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইসিসির নতুন নিয়মকে স্বাগত জানালেন মোমিনুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১১ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনার সংকটকালের জন্য ক্রিকেটের নিয়মে পাঁচটি পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির এই সাময়িক নিয়ম পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মোমিনুল হক।

আইসিসির পাঁচটি নিয়মের মধ্যে- বলে থুথু লাগানো নিষিদ্ধ করা হয়েছে। করোনাভাইরাসের মধ্যে বলে থুথু ব্যবহারে সংক্রমণ ছড়াতে পারে, তাই এটিকে নিষিদ্ধ করেছে আইসিসি। 

মোমিনুল জানান, কোভিড-১৯এর ভ্যাকসিন আবিষ্কারের আগে ক্রিকেটারদের আইসিসির এই নতুন নিয়ম সবার মানতে হবে।  তিনি বলেন, ‘যেহেতু আমাদের এই মুর্হূতে কিছুই করার নেই। সংক্রমণের ঝুঁকি বেশি থাকায়, আমাদের নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বোলাররা থুথু ব্যবহারে অনুমতি না পাওয়ায় সমস্যায় পড়বে। বল শাইন করাটা তাদের কঠিনই বটে। যাই হোক, সুরক্ষার জন্য আপনাকে মানিয়ে নিতে হবে।’

সকলকে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে চলার আহ্বান জানিয়েছে মোমিনুল বলেন, ‘আমরা জানি না, কবে-কখন ভাইরাসটি চলে যাবে। তাই নতুন নিয়মকে স্বাগত জানানোই ভালো। আমাদের সতর্ক এবং সুরক্ষিত থাকতে হবে। কারণ, আমরা জানি না, আমরা কতদিন এই পরিস্থিতিতে এভাবে থাকবো।’

আইসিসির নতুন নিয়মে বদলি খেলোয়াড় নেয়া যাবে। যদি ম্যাচ চলাকালীন কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে পড়েন, তবে তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। এ নিয়মটি শুধুমাত্র টেস্টের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই বিষয়টি নিয়ে দ্বিধা-দ্বন্দে আছেন মোমিনুল।

তিনি বলেন, ‘আমি জানি না, কিভাবে এটি কাজ করবে। কখন-কখনও এই লক্ষন প্রকাশ হতে তিনদিন সময় নেয় এবং প্রায়ই কোন টেস্ট ম্যাচ তিনদিনে শেষ হয়। তবে আমি মনে করি, টেস্ট খেলতে গিয়ে যদি কোন খেলোয়াড় সংক্রমিত হয়, খেলোয়াড় ও অফিসিয়ালকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তাই ম্যাচের আগে খেলোয়াড়দের পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি