ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এবার ‘আইসিসি চেয়ারম্যান’ হতে যাচ্ছেন সৌরভ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ১৪ জুন ২০২০

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

আগামী জুলাইয়ের পর আইসিসির চেয়ারম্যানের পদে থাকছে না শশাঙ্ক মনোহর। তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে বা আইসিসি চেয়ারম্যান হওয়ার ব্যাপারে ভারতের ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে নিয়ে চলছে নানা মহলে ফিসফাস। এ ব্যাপারে অবশ্য ভারতীয় সংবাদ মাধ্যমকে সোজাসাপটা জবাব দেননি সৌরভ।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, “আমি ব্যাপারটাকে সহজ রাখি। যেটাই করি, তাতেই সেরাটা দিই। জ্ঞানত বা অজান্তে নানা পদে জড়িয়ে পড়ি আমি। তবে আমার পদ্ধতি সরল। যেভাবে সেরা মনে হয়, সে ভাবেই যে কোন কাজও করি।”

এছাড়া তিনি আরও বলেন, “ভারতীয় ক্রিকেট যোগ্য হাতে রয়েছে। সুনীল গাভাস্কার যখন শেষ করেছিলেন, তখন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়রা উঠে এসেছিস। এখন বিরাট কোহলির সময়। ভারত থেকে আগামী দিনেও চ্যাম্পিয়ন খেলোয়াড় ঠিক বেরিয়ে আসবে। এটা অনেকটা ফুটবলের ব্রাজিলের মতো। কোথা থেকে যে প্রতিভা বেরিয়ে আসবে, তা কেউ জানে না। ছেলেমেয়েদের মধ্যে প্যাশন এতটাই বেশি এখানে। আমরা বরাবরই ক্রিকেটে শক্তিশালী থাকব আর বিশ্বে দাপট দেখাব।”

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদে আট মাস কাটিয়ে ফেলেছেন ভারতের অন্যতম এই সফল অধিনায়ক। এই সময়ের মধ্যে নানা চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে তাঁর বোর্ডকে। তারপরও অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সৌরভ।

প্রসঙ্গত, আইসিসির চেয়ারম্যান পদটি সংস্থার পরিচালনা পরিষদের প্রধান হিসেবে সর্বোচ্চ পদবীবিশেষ। ২০১৪ সালে আইসিসি’র ব্যবস্থাপনায় ব্যাপক রদ-বদল ঘটিয়ে ও পুণর্গঠনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সভাপতির বদলে এ পদ সৃষ্টি করা হয়।

২০১৪ সালের ২৬ জুন সংস্থাটি বিসিসিআইয়ের সাবেক সভাপতি এন শ্রীনিবাসনকে আইসিসির প্রথম চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে। এরপর ২০১৫ সালের ২২ নভেম্বর থেকে শশাঙ্ক মনোহর এই পদে আসীন হন। ২০১৭ সালের ১৫ মার্চ চেয়ারম্যানের পদ থেকে শশাঙ্ক মনোহর ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেও পরবর্তীতে তা ফিরিয়ে নিয়ে পুনর্বহাল হন। সিঙ্গাপুর ক্রিকেট আসোসিয়েশন-এর প্রাক্তন সভাপতি ইমরান খেয়াজা হন আইসিসির উপ-চেয়ারম্যান।

অন্যদিকে, সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভ রিচার্ডসন-এর পর বর্তমানে স্টার স্পোর্টস-এর প্রাক্তন পরিচালন অধিকর্তা মানু সাহোনি আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। ভারতীয় বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠান থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আর আইসিসির মূল ক্রিকেট বিষয়ক শাখা- ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ভারতীয় কিংবদন্তী লেগস্পিনার অনিল কুম্বলে।

এএইচ/এনএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি