ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনায় আক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২০ জুন ২০২০

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন এই ক্রিকেটার।

নাফিস ইকবাল ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই। তিনি স্বাস্থবিধি মেনে আইসোলেশনে আছেন। জাতীয় দল থেকে অবসর নেয়ার পর বিসিবি, বিপিএলসহ ঘরোয়া টুর্নামেন্টের দলে ম্যানেজার হিসেবে কাজ করছেন নাফিস।

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় নাফিস ইকবালের।

প্রসঙ্গত, ২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় নাফিস ইকবালের। তার ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে।

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিখ্যাত জয়ের ম্যাচটি ছিল নাফিসের ক্যারিয়ারের শেষ ওয়ানডে। দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও মাত্র ১১ টেস্ট আর ১৬ ওয়ানডে খেলেই থেমে যেতে হয় এই ওপেনারকে। টেস্টে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫১৮ এবং ওয়ানডেতে ২ ফিফটিতে ৩০৯ রান সংগ্রহ করেছেন তিনি। ছেড়ে দিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটও। অবশ্য খেলা ছাড়লেও এখনো আছেন মাঠে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি