ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

দুমড়ে-মুচড়ে গেল আফগান ক্রিকেটার জাজাইয়ের গাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ২২ জুন ২০২০ | আপডেট: ১৩:৫০, ২২ জুন ২০২০

আফসার জাজাই ও দুমড়ে-মুচড়ে যাওয়া তার সেই গাড়ি।

আফসার জাজাই ও দুমড়ে-মুচড়ে যাওয়া তার সেই গাড়ি।

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান আফসার জাজাই। সড়ক দুর্ঘটনায় তার গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে গেছে এবং মাথায় আঘাত পেয়েছেন তিনি।

এক টুইট বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি)। সেখানে জানানো হয়, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন জাজাই।

এছাড়াও আরেক টুইটে আহত জাজাইয়ের মাথায় ব্যান্ডেজ মোড়ানো ছবি ও দুমড়ে-মুচড়ে যাওয়া তার গাড়ির ছবি পোস্ট করেছে এসিবি’র সাবেক মিডিয়া ম্যানেজার এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম মোমাঁন্দ।

সেখানে তিনি লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার, উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তার গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এবং সে মাথায় হালকা ব্যথা পেয়েছে। আল্লাহ তোমার সহায় হউক। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

২০১৯ সালে মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পান জাজাই। এখন পর্যন্ত ৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ১৩৫ রান, ওয়ানডেতে ২৬৪ রান এবং টি-২০তে ৯ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি