ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ বিলার্দো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ২৮ জুন ২০২০

ম্যারাডোনার সঙ্গে কোচ বিলার্দো

ম্যারাডোনার সঙ্গে কোচ বিলার্দো

Ekushey Television Ltd.

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই বিশ্বকাপ জয়ী দলের কোচ কার্লোস বিলার্দো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিলার্দোর পরিবারের পক্ষ থেকে এ খবর রয়টার্সকে নিশ্চিত করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘অসুস্থ হয়ে পড়ায় বিলার্দো করোনা পরীক্ষা করানো হয়। পরে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে রয়েছেন তিনি।’

বিলার্দোর সাবেক ক্লাব এস্তদিয়ান্তেসও টুইটারে একটি বার্তা দিয়েছেন। তারা লিখেছেন, ‘৮২ বছর বসয়ী সাবেক ফুটবলার ও বিশ্বকাপ জয়ী কোচ বিলার্দো করোনায় আক্রান্ত। তার সুস্থতা কামনা করছি আমরা।’

১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন বিলার্দো। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে বিলার্দোর তত্বাবধানে শিরোপা জয়ের স্বাদ নেয় আর্জেন্টিনা। ওই সময় আর্জেন্টিনা দলেল অধিনায়ক ছিলেন দিয়েগো ম্যারাডোনা।

এছাড়া খেলোয়াড়ি জীবনে এস্তদিয়ান্তেস ক্লাবের হয়ে তিনটি কোপা লিবার্তোদোরেস শিরোপা জেতেন বিলার্দো।

এদিকে আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৫৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যেখানে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৮৪ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি