ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনয়ে শাহরুখেরও ওপরে ধোনি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ২৮ জুন ২০২০ | আপডেট: ১৭:১৬, ২৮ জুন ২০২০

ধোনি ও শাহরুখ

ধোনি ও শাহরুখ

Ekushey Television Ltd.

একটা সময় রনজি ট্রফিতে খেলেছেন রাজস্থানের হয়ে। এখন তিনি একটি বহুজাতিক সংস্থার ক্রিয়েটিভ প্রধান হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। বিজ্ঞাপনের জগতেই কাজ করছেন বহুদিন ধরেই। বলছিলাম পীযূশ পান্ডের কথা। একটা সময় কপিল দেব, সুনীল গাওয়াস্কার, রবি শাস্ত্রী, সন্দীপ পাতিল, টাইগার পতৌদির মতো তারকাদের সঙ্গে বিজ্ঞাপনের কাজ করেছেন। সেই পীযূশ পান্ডে এবার ধোনিকে নিয়ে এত বড একখানা দাবি করলেন।

পীযূশ বলেছেন, ধোনি অভিনয় জগতে থাকলেও শাহরুখ খানের মতোই সফল হতে পারতেন! কারণ, ধোনির অভিনয় দক্ষতা দারুন। তাছাড়া ধোনি যে কাজটা করেন সেটাই সেরা করার চেষ্টা করেন। ধোনির সঙ্গে একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন পীযূশ। তাতে তাঁর মনে হয়েছে, অভিনেতা হিসাবে ধোনি অসাধারণ।

গৌরব কাপুরের সঙ্গে একটি পোডকাস্ট-এ ধোনি সম্পর্কে কথা বলছিলেন পীযূশ। সেখানে তিনি বলেছেন, '২০০৭ সালে শাহরুখ খানের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিল ধোনি। আপনারা সেই বিজ্ঞাপন ইউটিউবে গিয়ে আরেকবার দেখুন। তাহলে বুঝে যাবেন কেন আমি বলছি যে, ধোনি দারুন অভিনেতা! 

তিনি বলেন, ওই বিজ্ঞাপনে শাহরুখ খানের মতো অভিনেতা থাকা সত্ত্বেও ধোনি আলাদা করে সবার নজর কেড়েছিল। শুটিং শেষে ফ্লোর-এর সবাই ধোনির অভিনয় দক্ষতা নিয়ে কথা বলছিল। সিমেন্ট, মোবাইল প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে আমি ধোনির সঙ্গে অনেক কাজ করেছি। ওর অভিনয় দেখে অনেক সময় আমি নিজেও অবাক হয়ে যাই।'

২০১৬ সালে পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হয়েছিলেন পীযূশ পান্ডে। একটা সময় টাইগার পতৌদির সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। টাইগার পতৌদিকে নিজের গাইড ও মেন্টর বলে মনে করেন তিনি। তবে ক্রিকেটারদের মধ্যে ধোনিকেই সেরা অভিনেতা বলে সার্টিফিকেট দিয়েছেন তিনি। টাইগারের ভাইপো সাদ বিনের সঙ্গেও কলেজ জীবনে ক্রিকেট খেলেছেন পীযূশ। সূত্র- জিনিউজ।

দেখুন সেই বিজ্ঞাপনের ভিডিও---

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি