ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

স্ত্রীসহ করোনামুক্ত জকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ২ জুলাই ২০২০ | আপডেট: ১৯:৪১, ২ জুলাই ২০২০

সস্ত্রীক জকোভিচ

সস্ত্রীক জকোভিচ

স্ত্রীসহ করোনামুক্ত হলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। গত ২৩ জুন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হন বিশ্ব টেনিসের এক নাম্বার খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ ও তার স্ত্রী জেলেনা। আক্রান্ত হবার পরও তাদের করোনার কোন উপসর্গ ছিলনা। তাই আবারো পরীক্ষা করান জকোভিচ ও তার স্ত্রী জেলেনা। দশদিনের মাথায় এবার তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসলো। এমনটা নিশ্চিত করেছে জকোভিচের মিডিয়া টিম।

এক বিবৃতিতে তারা বলছেন, ‘বেলগ্রেডে জকোভিচ এবং তার স্ত্রী জেলেনার করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। দশ দিন আগে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর জকোভিচ এবং তার স্ত্রী সার্বিয়ার রাজধানী শহরেই নিজেদের বাড়িতে সেলফ আইসোলেশনে ছিলেন। এই ১০ দিনেও কোনো উপসর্গ দেখা যায়নি তাদের।’

আন্তর্জাতিক কোন আসর কোর্টে না ফিরলেও প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করেছিলেন ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ। তার আয়োজিত আদিরা ট্যুরে খেলতে গিয়ে গ্রিগর দিমিত্রভের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্রোয়েশিয়ার বর্না কোরিচও করোনায় আক্রান্ত হন।

পরে জকোভিচের ফিটনেস কোচ মার্কো পানিচিরও করোনা ধরা পড়ে। খেলোয়াড়দের করোনা হওয়ায় ঐ টুর্নামেন্টটি বাতিল করা হয়। পরে এক বিবৃতিতে জকোভিচ বলেছিলেন, ‘প্রতিটি সংক্রমণের জন্য আমি অত্যন্ত দুঃখিত। আশা করছি, যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের শরীরে জটিল কিছু আর হবে না। আমি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি।’

করোনার কারনে বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেছে বিভিন্ন টেনিস ট্যুর। আগামী ১৪ আগস্ট থেকে এটিপি ট্যুর পুনরায় শুরু হবার কথা রয়েছে। এছাড়া ৩১ আগস্ট থেকে নির্ধারিত সূচী অনুযায়ী ইউএস ওপেনও শুরু হবার কথা রয়েছে। সূত্র-বাসস।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি