ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সমস্যায় ভারতীয় অধিনায়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ৫ জুলাই ২০২০ | আপডেট: ২২:৫৮, ৫ জুলাই ২০২০

স্বার্থের সঙ্ঘাতের জন্য বিসিসিআই-এর স্ক্যানার-এ এবার ভারতীয় অধিনায়ক। সৌরভ গাঙ্গুলির মতো বিরাট কোহলির বিরুদ্ধে এবার একই অভিযোগ।

সঞ্জীব গুপ্তা একটি মেইল করেছেন বিসিসিআই-এর এথিক্স অফিসার ডিকে জৈনকে। তিনি সেখানে প্রশ্ন করেছেন, কোহলি একইসঙ্গে দুটি পোস্টে রয়েছেন। যা কি না সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত লোধা কমিটির নিয়মবিরোধী। বিরাট কোহলি স্পোর্টস এলএলপি কো. ও কর্ণারস্টোন ভেনচার পার্টনার্স  এলএলপি কোহলি এই দুটি সংস্থার কর্ণধার। যদিও দুটি সংস্থাতেই কোহলি ছাড়াও দুজন কর্ণধার রয়েছেন। আর এই দুটি সংস্থা নিয়েই যত গণ্ডগোল।

অভিযোগ উঠেছে ওই দুটি সংস্থার কর্ণদার হিসাবে থাকায় কোহলি বোর্ডের নতুন সংবিধানের ৩৮ (৪) (এ) ও ৩৮ (৪) (ও) নিয়ম লঙ্ঘন করেছেন।

এর আগে একসঙ্গে অনেকগুলি পদের দায়িত্ব সামলানোয় সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধ স্বার্থের সঙ্ঘাতের অভিযোগ উঠেছিল। এবার কোহলি। যদিও ভারতীয় অধিনায়ক এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি