ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবার করোনায় আক্রান্ত মাশরাফির স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ৭ জুলাই ২০২০

মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভাল।

মাশরাফির পারিবারিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।

প্রসঙ্গত, করোনায় জীবন যখন বিপর্যস্ত তখন নড়াইলের মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। কিন্তু নড়াইলের মানুষকে করোনা থেকে রক্ষার চ্যালেঞ্জ নেওয়া ম্যাশ নিজেই নিজেকে রক্ষা করতে পারেননি এই ভাইরাস থেকে। গত ২০ জুন চিকিৎসকেরা জানায় করোনা ভাইরাস বাসা বেঁধেছে তার শরীরে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি