ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আজ আর্সেনালের বিপক্ষে নামছে শিরোপাজয়ী লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১৫ জুলাই ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়ম রক্ষার ম্যাচে আজ মাঠে নামছে লিভারপুল। চলতি মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখানো এই দলটি আগেই শিরোপা ঘরে তুলে এখন নির্ভার। এরপরও রেকর্ড গড়তে লিগের বাকি সব ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। 

বাংলাদেশ সময় রাত সোয়া ১টায় আর্সেনালের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে নামবে লিভারপুল। এই ম্যাচের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগে নিজেদের ঝালাই করে নিতে চায় অলরেডরা। 

এদিকে, চলতি মৌসুমে ৫০ পয়েন্ট নিয়ে লিগের নবম স্থানে আর্সেনাল। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহামকে পেছনে ফেলতে এ ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছেনা গানাররা।  

উল্লেখ্য, শিরোপাজয়ী লিভারপুলের পর দ্বিতীয় স্থান আছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ৩৬ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে চারে আছে লেস্টার। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৫ পয়েন্ট নিয়ে উলভারহ্যাম্পটন আছে ছয় নম্বরে।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি