ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হোম কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ১৬ জুলাই ২০২০

করোনাভাইরাস ঢুকে পড়েছে বেহালায় সৌরভ গাঙ্গুলির বাড়িতেও। কোভিড-১৯ পজিটিভ মহারাজের দাদা স্নেহাশিস গাঙ্গুলি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তাই স্বাস্থ্যবিধি মেনে সপরিবারে হোম কোয়ারেন্টাইনে অবস্থান ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এর আগে গত বুধবারই (১৫ জুলাই) ক্রিকেট অ্যাসেসিয়েশন অব বেঙ্গল-সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত স্নেহাশিসকে এরপরেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। 

সঙ্গত কারণেই নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে আপাতত বেহালার বাড়িতে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সৌরভ গাঙ্গুলির গোটা পরিবার। সূত্র- জিনিউজ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি