ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সমতা ফেরাল ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৬, ২০ জুলাই ২০২০ | আপডেট: ০০:৫২, ২১ জুলাই ২০২০

দারুণ জয় নিয়ে সমতা ফেরাল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সময়ও যেন ইংল্যান্ডের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। তাই যে কোনভাবেই জয়টা দরকার ছিল। চরম লড়াইয়ে জিতে অবশেষে টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে জো রুটের দল। 

সকালে টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে গুটিয়ে দিয়েছে ক্যারিবিয়ানদের।

ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ১১৩ রানে জিতেছে ইংল্যান্ড। ৩১২ রান তাড়ায় দ্বিতীয় ইনিংসে জেসন হোল্ডারের দলকে ১৯৮ রানে আটকে দেয়।এই জয়ের মাধ্যমে সমতায় ফিরে মুখে হাসি ফুটল ইংল্যান্ড দলের। 

 এর আগে ঘরের মাঠে প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজের কাছে চার উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি দলের তারকা ব্যাটসম্যান জো রুট। তবে দ্বিতীয় টেস্টে ফিরেছেন তিনি। পারিবারিক কারণে তিনি যোগ দিতে পারেননি সাদাম্পটন টেস্টে। 

লকডাউন পরবর্তী সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়েই শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ইংল্যান্ডের জয়ের মাধ্যমে সমতায় ফিরেছে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৬৯/৯ ইনিংস ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন শেষে ৩২/১) ৯৯ ওভারে ২৮৭ (ব্র্যাথওয়েট ৭৫, জোসেফ ৩২, হোপ ২৫, ব্রুকস ৬৮, চেইস ৫১, ব্ল্যাকউড ০ ডাওরিচ ০, হোল্ডার ২, রোচ ৫*, গ্যাব্রিয়েল ০; ব্রড ২৩-৭-৬৬-৩, ওকস ২১-১০-৪২-৩, কারান ২০-৪-৭০-২, বেস ২১-৩-৬৭-১, রুট ১-১-০-০, স্টোকস ১৩-৩-২৯-১)

ইংল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ৩৭/২) ১৯ ওভার ১২৯/৩ ইনিংস ঘোষণা (স্টোকস ৭৮, রুট ২২, পোপ ১২*; রোচ ৬-০-৩৭-২, গ্যাব্রিয়েল ৭-০-৪৩-০, হোল্ডার ৪-০-৩৩-০, জোসেপ ২-০-১৪-০)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৭০.১ ওভারে ১৯৮ (ব্র্যাথওয়েট ১২, ক্যাম্পবেল ৪, হোপ ৭, ব্রুকস ৬২, চেইস ৬, ব্ল্যাকউড ৫৫, ডাওরিচ ০, হোল্ডার ৩৫, রোচ ৫, জোসেফ ৯, গ্যাব্রিয়েল ০*; ব্রড ১৫-৫-৪২-৩, ওকস ১৬-৩-৩৪-২, কারান ৮-৩-৩০-১, বেস ১৫.১-৩-৫৯-২, স্টোকস ১৪.৪-৪-৩০-২, রুট ১.২-১-০-০)

ফল: ইংল্যান্ড ১১৩ রানে জয়ী

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি