ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ স্থগিত হওয়ায় দ্বিপাক্ষিক সিরিজের চেষ্টায় বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২২ জুলাই ২০২০

করোনাভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়েছে। তাই এবার স্থগিত হওয়া সিরিজগুলোর প্রতি নজর দিতে যাচ্ছে বিসিবি। বিশেষ করে ডিসেম্বরের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ কিংবা অন্য যে কোন একটি সিরিজ খেলতে চায় বোর্ড। তবে এই পরিস্থিতিতে ঘরে মাঠে নয়, দেশের বাইরে সিরিজ খেলতেই বেশি আগ্রহী বাংলাদেশ।

এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পর এ বছর আমাদের আর কোন খেলা নেই। এটা খুবই হতাশাজনক। ঈদের পর আমরা সবাই বসবো। চেষ্টা করবো শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা স্থগিত হলো সেটা খেলা যায় কিনা! এছাড়া আরও ২-১টা দেশের সঙ্গে আমরা আলোচনা করবো। পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে বাইরের কোন দলকে আনা মুশকিল হবে। আমরা চেষ্টা করবো যেন দেশের বাইরে গিয়ে আমরা খেলতে পারি।’

বিসিবি’র অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও বলেন, ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে ঈদের পর দলীয়ভাবে অনুশীলনের বিষয়টি বিসিবি ভেবে দেখবে। কোচ, ফিজিও সবাই রেডি আছে। আমরা বললেই সবাই চলে আসবে ক্যাম্পের জন্য। 

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি