ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবার করোনায় আক্রান্ত সাকিবের মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২৪ জুলাই ২০২০

কয়েকদিন আগেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাশরুর রেজা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার করোনায় পজিটিভি হলেন সাকিবের মা শিরিন রেজা। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, ‘গত ১৯ জুলাই সাকিবের বাবার করোনা ধরা পড়ে। সতর্কতার জন্য পরদিন তার মায়ের করোনা নমুনা সংগ্রহ করা হয়। তারও করোনা ধরা পড়েছে।’

সাকিবের বাবা ও মা দুইজনই মাগুরার সাহা পাড়ায় নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন। করোনায় আক্রান্ত হলেও দুইজনই শারীরিকভাবে সুস্থ আছেন। জানা গেছে, সাকিবের বাবার মধ্যে করোনার দুই-একটি উপসর্গ থাকলেও মায়ের কোনো উপসর্গ নেই।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মায়েদের নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সাকিব। তিনি লিখেছিলেন, মায়েরা যেন করোনায় আক্রান্ত না হন, সেদিকে সবাইকে খেয়াল রাখার জন্য। আজ সেই সাকিবের মা করোনায় পজিটিভ। এর আগে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের মাও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এই মুহূর্তে পরিবারসহ সাকিব যুক্তরাষ্ট্রে। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে যান সাকিব। গত ২৪ এপ্রিল সাকিব ও শিশিরের ঘর আলো করে দ্বিতীয় কন্যা সন্তান এসেছে। এর আগে তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি