ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সকালে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চিকিৎসার জন্য যে লন্ডন যাবেন তা আগেই জানিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত এক মাস ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তামিম। দেশে চিকিত্সার চেষ্টা করেছেন, কিন্তু পেটের পীড়ার তীব্রতা কমছিল না। তাই তিনি দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা নেন। তাই আজ সকালে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা তামিমের।

এই বাঁহাতি ওপেনার গতকাল বলেছেন, ‘শনিবার সকালে আমার ফ্লাইট।’ ঈদুল আজহার আর মাত্র কয়েকটি দিন বাকি, তাই মনে করা হচ্ছে ঈদের সময়টা লন্ডনে কাটাবেন তিনি। কেননা দেশটিতে পৌঁছে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর চিকিৎসার শুরু হবে তার।

জানা যায়, চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড যাওয়ার চিন্তা করেছিলেন তামিম। কিন্তু করোনাকালে ভ্রমণ এবং ভিসা জটিলতা এড়াতে তিনি ইংল্যান্ডে যাচ্ছেন।

এরইমধ্যে কোভিড-১৯ টেস্ট করিয়ে নেগেটিভ সনদ পেয়েছেন তামিম। করোনাকালে দেশের বাইরে ভ্রমণে এই সনদ সবারই লাগছে।

এরই মধ্যে বিশেষজ্ঞ চিকিত্সকের সঙ্গে কথা চিকিৎসার সময় ঠিক করেছেন। তামিম বলেছেন, ‘চিকিত্সকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সক দেখানোর দিনক্ষণও ঠিক হয়ে গেছে।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি