ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার জাভি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ২৬ জুলাই ২০২০

বার্সেলোনার বহু যুদ্ধের নায়ক জাভি হার্নান্ডেজ করোনায় আক্রান্ত। একটা সময় বার্সার মাঝমাঠের অন্যতম সারথি ছিলেন এই জাভি। একদিকে তিনি আরেকদিকে আন্দ্রেস ইনিয়েস্তা- দু'জনের ফুটবলশৈলী দেখে তখন অবাক হতেন সবাই।

শনিবার এক টুইট বার্তায় মেসির কিংবদন্তী সতীর্থ জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন একটু ভাল আছে। তবে আগামী কয়েকদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন।

কাতার স্টার লিগ পুনরায় শুরুর আগে প্রতিটি ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফের করোনা টেস্ট হয়। সেই টেস্টের রিপোর্টে জাভি পজিটিভ হয়েছেন।

জাভি এখন আল সাদ ক্লাবের ম্যানেজার হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। ক্লাবের চলতি সপ্তাহের ম্যাচে তিনি থাকতে পারবেন না বলে দুঃখপ্রকাশ করেছেন।

বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে কাতারের ক্লাব আল সাদ। দিনকয়েক আগে জল্পনা শোনা যাচ্ছিল, জাভি আবার বার্সার ফিরতে পারেন। তবে জাভি নিজে এই নিয়ে কিছুই বলেননি।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি