ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুজনের ৪৯তম জন্মদিন আজ, আইসিসি’র শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২৬ জুলাই ২০২০

আজ, ২৬ জুলাই। বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজনের ৪৯তম জন্মদিন। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ের অন্যতম নায়ক তিনি।

এদিকে তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি।

তাতে লেখা হয়েছে- “১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে বড় অবদান রেখেছিলেন তিনি। যা বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনেও বড় অবদান রাখে। খালেদ মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা!”

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে থাকা সুজন খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ২০০৬ সালে। ছিলেন অধিনায়কও।

অবসরের আগে বাংলাদেশের জার্সিতে ১২টি টেস্ট ও ৭৭টি ওয়ানডে খেলেন সুজন। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে তার রান সাড়ে বারোশোর ওপরে। উইকেট ৮০টি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি