ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের বিপক্ষে ইংলিশ শিবিরে বড় ধাক্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১০ আগস্ট ২০২০

ম্যানচেস্টারে প্রথম টেস্ট জিতে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তবে এই সুখ স্মৃতির মধ্যেই ইংলিশদের কপালে ফুটে উঠেছে চিন্তার ভাঁজ। সফরকারীদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগেই যে বড় ধাক্কা খেল স্বাগতিক শিবির।  

জানা গেছে, পাকিস্তানের বিরুদ্ধে বাকি দুটি টেস্টের একটিতেও খেলতে পারবেন না দলের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। যদিও দলটির বিপক্ষে প্রথম টেস্টে তেমন সুবিধা করতে পারেননি তিনি। চার ইনিংস মিলিয়ে ২টি উইকেট নেয়ার পাশাপাশি মাত্র ৯টি রান করেন স্টোকস।

চোট সমস্যা নয়, নয় করোনা সংক্রান্ত সমস্যাও। নিতান্ত পারিবারিক কারণেই দলের সঙ্গে থাকতে পারছেন না সময়ের সেরা এই অলরাউন্ডার। পরিবারের সঙ্গে দেখা করতে সুদূর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাড়ি জমাচ্ছেন বেন স্টোকস। কেননা, স্টোকসের পরিবারের বড় একটা অংশই যে নিউজিল্যান্ডে থাকেন।

এদিকে, স্টোকসের অনুপস্থিতে পাকিস্তানের বিরুদ্ধে বাকি দুটি টেস্টে হয়তো সমস্যায় পড়তে পারে রুটবাহিনী। কেননা, স্টোকস যে দুইধারী তলোয়ার। তার অনুপস্থিতি তো দলকে কিছুটা ভারসাম্যহীন করবেই। যার ফায়দা ঠিকই নিতে চাইবে বাবর আজমরা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি